শেয়ার কেলেঙ্কারির মামলায় একজনের জামিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৪৩:৪২

ঢাকা: প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলার আসামি ইনষ্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি আব্দুস সালাম জামিন পেয়েছেন।
সোমবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবীর আসামি আব্দুস সালামের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মো. এমানুর রহমান বলেন, আমরা আদালতে দুই জনের পক্ষে জামিন আবেদন করেছিলাম। আদালত একজনের আবেদন মঞ্জুর করেছেন।
গত ১৪ সেপ্টেম্বর সোমবার এ মামলার ৫ জন আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন প্যারাগন লেদারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম, কর্পোরেট অ্যাডভাইজার আব্দুস সালাম, অ্যাকাউন্টস অফিসার মো. জালাল উদ্দিন, শেয়ার অফিসার এসএম জুনায়েদ বাগদাদী ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন ভূইয়া।
প্রসঙ্গত, প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে কোম্পানিসহ আরও ২০ জনকে আসামি করে ২০০২ সালে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএন)