logo ১০ আগস্ট ২০২৫
কারণ ছাড়াই অ্যারামিটের দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:২৫:১৬
image

ঢাকা: কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের অ্যারামিটের দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।


বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ কার্যদিবসের মাত্র ৬ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ২৮৬ টাকা থেকে বেড়ে হয় ৩৮০ টাকা ৪০ পয়সা পর্যন্ত হয়।


মূলত এ কারণে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়  ডিএসই কর্তৃপক্ষ।


(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমএন)


উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।