logo ২৫ এপ্রিল ২০২৫
দিনশেষে কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:০৬:৫৬
image

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার লেনদেন শুরু হলেও পরে তা পতন ঘটে। লেনদেন শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর উভয় স্টক এক্সচেঞ্জের সূচক নিম্নমুখী অবস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়া পর্যন্ত তা একই অবস্থানে থাকে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ বা ডিএসইএক্স সূচক ১৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান নেয় ৪ হাজার ৮৫৩ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ১৮৬ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭৫টি ও অপরিবর্তীত রয়েছে ৩৩টি শেয়ার ও ইউনিটের দর। এ সময়ে ডিএসইতে মোট লেনদেন হয় ৪৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৫৫ লাখ টাকা বেশি।


এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ বা সিএসসিএক্স সূচক ১৭.৯৮ পয়েন্ট কমে অবস্থান করে ৯ হাজার ৫২ পয়েন্টে। একই সঙ্গে সিএসই শরিয়াহ সূচক (সিএসআই) ৪.৭৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৫০ পয়েন্টে। এ সময় সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। যার মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২০টি ও অপরিবর্তীত রয়েছে ৪৪টি শেয়ার ও ইউনিটের দর। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ২৭ কোটি ৩১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকার বেশি।


 (ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেএস)