অ্যাপোলো ইস্পাতের এজিএমের ভেন্যু নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ অক্টোবর, ২০১৫ ১১:৩২:৩১
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করেছে। ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত আর্মি গলফ ক্লাবে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করা হয়। বৈঠকে ১৯ নভেম্বর দুপুর ১২টায় এজিএম অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ভেন্যু নির্ধারণ করা হয়নি। অবশেষে এজিএম অনুষ্ঠানের ভেন্যু হিসেবে আর্মি গলফ ক্লাবকে নির্ধারণ করেছে কোম্পানিটি।
(ঢাকাটাইমস/৫অক্টোবর/জেবি)