logo ২৫ এপ্রিল ২০২৫
ডিএসইতে বড় ধরনের পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ অক্টোবর, ২০১৫ ১৭:২১:৩৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটেছে। আজ রবিবার সপ্তাহের প্রথম দিনে প্রায় ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।


আজ লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৫৬টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর।


আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪২.৩৫ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮১৪.৬০ পয়েন্টে। বৃহস্পতিবার সূচক বেড়েছিল ৪.৮৮ পয়েন্ট।


ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনে অংশ নেওয়া ‘এ’ ক্যাটাগরিভুক্ত ২৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৩৭টির। বিপরীতে কমেছে ২০৭টির। বাকি ২৮ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিভুক্ত ১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে দুইটির, কমেছে ১১টিরও অপরিবর্তিত রয়েছে একটির দর। ‘এন’ ক্যাটাগীরর পাঁচটির মধ্যে চারটিরই দর কমেছে। ‘জেড’ ক্যাটাগরির ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ১৬টির ও অপরিবর্তি রয়েছে ছয়টির দর। এছাড়া লেনদেন হওয়া ৩৯টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২টিরই দর কমেছে। বেড়েছে সাতটির ও অপরিবর্তিত রয়েছে ১০টির দর।


এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।


(ঢাকাটাইমস/৪অক্টোবর/জেবি)