ইস্টার্ন হাউজিংয়ের ২০% লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ অক্টোবর, ২০১৫ ১৫:০৪:৪৫
ঢাকা: সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং ২০১৫ সালের ৩১ জুলাই শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
সদ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭০ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর। কোম্পানিটির আর্থিকভাবে স্থিতাবস্থা রয়েছে।
২০১৪ সালের ৩১ জুলাই সমাপ্ত হিসাব বছরের জন্য এ কোম্পানির পক্ষ থেকে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ২৪ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস ৩ টাকা ৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭২ টাকা ৬৮ পয়সা।
(ঢাকাটাইমস/১অক্টোবর/জেএস)