ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার, লেনদেনও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ অক্টোবর, ২০১৫ ১৯:০৯:৫৭

ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে আজ সোমবার দিন শেষে লেনদেনে ঊর্ধ্বমুখি ধারায় ফিরেছে। এদিনে সূচকের সঙ্গে উভয় বাজারে লেনদেনও বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএস- ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৮০ লাখ টাকা।
সোমবার ডিএসইতে ৩১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরীয়াহ সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত আছে ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/০৫ অক্টোবর /এআর/ ঘ.)