শেয়ার কেলেঙ্কারি: বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ অক্টোবর, ২০১৫ ১৮:০০:৪১
ঢাকা: সাক্ষ্য দিতে উপস্থিত না থাকায় শেয়ারবাজার কেলেঙ্কারির মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুনাল। আজ সোমবার ট্রাইবুনালের বিচারক হূমায়ুন কবীর এ আদেশ দেন।
২০০০ সালের সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট (সাবনিকো) শেয়ার কেলেঙ্কারি মামলার বাদী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মাহবুবুর রহমানের সাক্ষ্য প্রদানের জন্য সোমবার পূর্বনির্ধারিত তারিখ ছিল।
আদালতে মাহবুবুর রহমান উপস্থিত না হওয়ায় বিএসইসির আইনজীবী মাসুদ রানা সময় চেয়ে আবেদন করেন। শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়েরকৃত কয়েকটি স্থগিত মামলার বিষয়ে মাহবুবুর রহমান হাইকোর্টে গিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবী আদালতকে জানিয়ে সময়ের প্রার্থনা করেন। কিন্তু আদালত এই যুক্তিকে সন্তোষজনক মনে না করে সময় আবেদন নামঞ্জুর করেন এবং বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
(ঢাকাটাইমস/৫অক্টোবর/জেবি)