পেনিনসুলার লভ্যাংশ ঘোষণা
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৫ ১৩:০১:৫৮
ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ১৫% লভ্যাংশ ঘোষণা করেছে দ্য পেনিনসুলা চিটাগং । এর মধ্যে সাড়ে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ারের ঘোষণা দেয়া হয়।
আগের বছর ১০% নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল।
ডিএসই সূত্র জানায়, ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেয়া হলো। গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পেনিনসুলার বার্ষিক সাধারণ সভা আগামী ২৫ নভেম্বর হবে। বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত দ্য কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এই সভা। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অক্টোবর।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.২৭ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২.৮৪ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.১৭ টাকা।
(ঢাকাটাইমস/ ০৭ অক্টোবর /এআর/ঘ.)