logo ২৪ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৫ ১৭:১৯:৪২
image

ঢাকা: নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। আজ বুধবার কমেছে উভয় বাজারের লেনদেন ও সূচক।


আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৩২.৭০ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮০০.৬২ পয়েন্টে। মঙ্গলবার সূচক বেড়েছিল ১.৭৩ পয়েন্ট।


লেনদেনে অংশ নেয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। ব্যাংক, বিমা, জ্বালানি খাতসহ অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে মিউচুয়াল ফান্ড খাতের অধিকাংশেরই দর বেড়েছে। মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি বা পতনে মূল্য সূচকে কোনো প্রভাব পড়ে না।


এদিকে এক দিনের ব্যবধানে ডিএসইর লেনদেন ফের ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। বুধবার দিনশেষে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় লেনদেন কমেছে ১৭ কোটি ১৪ লাখ টাকা।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৬৬.২৭ পয়েন্ট কমে দিনশেষে ৮৯৫৪.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।


(ঢাকাটাইমস/৭অক্টোবর/জেবি)