শেষ হলো পুঁজিবাজার মেলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ অক্টোবর, ২০১৫ ১১:৪৯:৫৪
চট্টগ্রাম: সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চট্টগ্রামে দুই দিনব্যাপী পুঁজিবাজার মেলা আজ শুক্রবার শেষ হয়েছে। শেষ দিনে মেলায় ভিড় ছিল। মেলায় বিনিয়োগে আগ্রহীদের পরামর্শ দেন দুই শতাধিক বিশেষজ্ঞ।
প্রতিষ্ঠার ২০ বছর পূর্তিতে পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বৃহস্পতিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন।
মেলায় ৯৮টি স্টল, ৩৩টি স্টক ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অংশ নিচ্ছে।
আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে শেষ দিনের মেলা। চলবে রাত ৮টা পর্যন্ত।
মেলায় বিনিয়োগকারীদের পুঁজিবাজার নিয়ে সচেতনতা তৈরিতে ’এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড’, ’এ নিউ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ’, ‘পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজম্যান্ট’ ও ’অপরচুনিটিজ অফ ইনিশিয়াল পাবলিক অফারিং’ শিরোনামে চারটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/জেবি)