দুই পুঁজিবাজারে বড় দরপতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ অক্টোবর, ২০১৫ ১৬:৪৩:২৮

ঢাকা: সপ্তাহের চতুর্থ দিন বুধবার বড় দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের ধস নেমেছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের পতনের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আজ ফের বড় ধরনের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসসই ব্রড ইনডেক্সের (ডিএসইএক্স) পতন হয়েছে ৬৩.৫৮ পয়েন্ট। সূচক পতনের এ হার ১.৩৩ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্সের পতন হয়েছে ১১৯ পয়েন্টের। সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমাণও।
মঙ্গলবার ডিএসইতে প্রায় ৪৫০ কোটি টাকা লেনদেন হলেও বুধবার তা ৩০০ কোটিতে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৯০ লাখ টাকা।
মঙ্গলবারের তুলনায় লেনদেন কমেছে ১৪০ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন কমার এ হার ৩১.২৭ শতাংশ। গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ডিএসইতে। এর আগে গত ২১ জুন সর্বনিম্ন ৩০৮ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়েছিল দেশের প্রধান শেয়ারবাজারে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারের তুলনায় লেনদেন কমেছে ৩৮.৩৯ শতাংশ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেযারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বাজার পরিস্থিতি নিয়ে বলেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে বাজারে এমন ঘটনা ঘটতে পারে।
তাছাড়া বাজার পরিস্থিতি সব সময় বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাইরের ঘটনাও বাজারকে প্রভাবিত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক অস্থিরতার বিষয়গুলোও পুঁজিবাজারের পতনের কারণ হতে পরে।
বুধবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনে সূচকের নিম্নমুখী প্রবণতায় শুরু হয় দিনের লেনদেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পতনের এ ধারা বজায় থাকায় দিনশেষে ডিএসই সূচকের পতন ঘটে ৬৩.৫৮ পয়েন্ট।
এর ফলে ৪৭৭৯.৬৬ পয়েন্ট দিয়ে শুরু করা সূচক লেনদেন শেষে ৪৭১৬.০৮ পয়েন্টে নেমে যায়। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৬ শতাংশ ইস্যুর দর কমেছে। ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে মাত্র ৫১টির, কমেছে ২৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ১২ কোটি ২৬ লাখ ৬৬ হাজার টাকা। ১০ কোটি ৩০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, স্কয়ারফার্মা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, ইউনইটেড এয়ার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১১৬.২৭ পয়েন্ট কমে দিনশেষে ৮৭৮৮.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৯৯টির এবং এছাড়া ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর)