মিশ্রপ্রবণতায় শেষ হলো লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ১২:২৭:২২

ঢা্কা: চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মিশ্রপ্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। মঙ্গলবার দিন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের অবস্থান ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৯ পয়েন্টে,শরীয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১৪১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮১২ পয়েন্টে এসে ঠেকেছে।
সবমিলিয়ে লেনদেন হয়েছে মোট ৪৪৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সোমবার লেনদেন হয়েছিল ৪১৬ কোটি টাকা। এ হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৩৩ কোটি টাকার।
দেশের প্রধান বাজারটিতে এদিন ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৫ পয়েন্টে দিনের লেনদেন শেষ হয়েছে। এর মধ্যে সিএসই৫০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৩ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১ পয়েন্টে এসে ঠেকেছে। তবে সিএসই ৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে মোট ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৭টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
প্রসঙ্গত, টানা তিন দিন দর পতনের পর গতকাল সোমবার শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। আজ দিনের শুরুতে সূচকে ঊধ্বমুখী দেখা গেলেও মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হলো।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসবি/জেবি)