logo ২৪ এপ্রিল ২০২৫
ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ অক্টোবর, ২০১৫ ১৬:৩২:৩২
image

ঢাকা: প্রায় চার মাসের মধ্যে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের একদিনের মাথায় আবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ সোমবার উভয় বাজারে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ।


আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৮.০২ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭৭৬.১৫ পয়েন্টে।


লেনদেনে অংশ নেয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।


এছাড়া আজ ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৪৭ লাখ টাকা। রবিবারের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৭৮ কোটি টাকা।


এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১১১.৫৭ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৯১৫.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।


(ঢাকাটাইমস/১২অক্টোবর/জেবি)