দরপতন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ অক্টোবর, ২০১৫ ১৬:০১:১৮

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন ঘটেছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস দেশের শেয়ারবাজারে সূচকের পতন ঘটলো।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দিন শেষে দর হারানোর তালিকায় স্থান পেয়েছে ২৩১টি। অপরদিকে দাম বাড়ার তালিকায় আছে ৬০টি এবং অপরিবর্তিত আছে ২৭টি।
একই চিত্র দেখা যাচ্ছে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও। এই বাজারটিতে লেনদেন হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। আর দাম বেড়েছে মাত্র ৪৪টির এবং অপরিবর্তিত আছে ২৪টি।
সূচকের মতোই প্রধান শেয়ারবাজার ডিএসইতে এ দিন কমেছে লেনদেনের পরিমাণ। এই বাজারটিতে দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ২২ কোটি ২৯ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন কমলেও কিছুটা বেড়েছে সিএসইতে। এই বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ২ কোটি ৮৪ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, মোজাফ্ফর হোসেন স্পিনিং, জিপি, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্ম, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, আইডিএলসি ও বিএসআরএম।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/জেএস)