logo ২৪ এপ্রিল ২০২৫
মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ অক্টোবর, ২০১৫ ১২:২৪:০০
image

ঢাকা: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্য সূচকের বেশ ওঠা-নামা দেখা দিয়েছে।


ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ওঠা-নামার মধ্য দিয়ে প্রথম ঘণ্টায় আগের দিনের তুলনায় বেড়েছে ১০ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।


অপরদিকে ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১২০ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৪১টির।


অপর বাজার সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকার। লেনদেন হওয়া ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ১৫টি।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ  কোম্পানির তালিকায় রয়েছে- কেডিএস, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফীড, সিটি ব্যাংক, সিভিও, জিবিবি পাওয়ার, অলেম্পিক এক্সসরিজ ও ইমারেল্ড অয়েল।


(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেএস)