অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ অক্টোবর, ২০১৫ ১২:০০:৪৩
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০১৫-এ সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য অন্তর্বর্তীকালীন এ লভ্যাংশ ঘোষণা করেছে।
শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ নভেম্বর।
২০০৯ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেএস)