২৬ অক্টোবর অলিম্পিক অ্যাকসেসরিজের পর্ষদ সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ অক্টোবর, ২০১৫ ১২:৫৯:৪০
ঢাকা: শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২৬ অক্টোবর। এ সভা কোম্পানির ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১৫৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১৬ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভ ৬১ কোটি ৪৪ লাখ টাকা। শেয়ারসংখ্যা ১১ কোটি ৬৯ লাখ ১০ হাজার। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ৭৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫৩ দশমিক ৮১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ শেয়ার।
অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড হ্যাঙ্গার, কার্টন, ইলাস্টিক, টুইল টেপ, ব্যাক বোর্ড, টিস্যু পেপার, পলিব্যাগ প্রভৃতি প্রক্রিয়াকরণ, উৎপাদনের কাজ করে থাকে। ২০০৩ সালে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়। এটি ২০১৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/জেএস)