logo ২৪ এপ্রিল ২০২৫
উত্তরা ব্যাংকের ইপিএস ৮৬ পয়সা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ অক্টোবর, ২০১৫ ১২:৪৪:০৮
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে ইপিএস দাঁড়ায় ৫৯ পয়সা।


আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে এই ব্যাংকের ইপিএস হয়েছে দুই টাকা ৯১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে হয় দুই টাকা ৩৯ পয়সা।


চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৯ পয়সা। তবে আগের বছর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি দাঁড়ায় ২৯ টাকা ৫৮ পয়সা।


গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২১ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ২৩ টাকা ৭০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৫ দশমিক ৫৪।


(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেএস)