আজ ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৫ ০৯:০৪:০৫

ঢাকা: বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের কারণে স্টক এক্সচেঞ্জে আজ বুধবার ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আবাসন খাতের কোম্পানিটি ৩১ জুলাই ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ লভ্যাংশ দেয়া হবে বোনাস শেয়ার আকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৭০ টাকা ২৮ পয়সা। আগামী ১২ নভেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।
২০১৪ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ইস্টার্ন হাউজিং। সে সময় ইপিএস ছিল ৩ টাকা ৮ পয়সা ও এনএভিপিএস ৭২ টাকা ৬৮ পয়সা। ২০১৩ হিসাব বছরের জন্য দেয় ১০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার। সে বছর এর ইপিএস ছিল ৩ টাকা ১৬ পয়সা।
ডিএসইতে গতকাল স্পট মার্কেটে এ শেয়ারের দর ১ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৯ টাকা ৯০ পয়সা। গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৩৯ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৪৩ টাকা ৯০ পয়সা। এক বছরে দর ৩৬ থেকে ৫৫ টাকার মধ্যে ওঠানামা করে।
(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেবি)