ইপিএস বেড়েছে ইসলামী ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ অক্টোবর, ২০১৫ ১১:৫৩:১৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি বছরের প্রথম নয় মাসে বেড়েছে ২০৮.৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ২.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৭৯ পয়সা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২০৮.৮৬ শতাংশ।
অপরদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১৮ পয়সা।
এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮৩.৩৩ শতাংশ।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ২৯.৮৬ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ২৮.৯৩ টাকা।
১৯৮৫ সালে ইসলামী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেএস)