লেনদেনে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ অক্টোবর, ২০১৫ ১৬:৫৮:০৯

ঢাকা: সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়।
আজ রবিবার উভয় বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩২৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩০ কোটি টাকা বা ৮ দশমিক ৫৫ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৩৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬২ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইফাদ অটোস এবং বিএসআরএম স্টিলস লিমিটেড।
এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির, দর কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেবি)