২৫ শতাংশ লভ্যাংশ দেবে আরএসআরএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ অক্টোবর, ২০১৫ ১৪:০৮:৫৮

ঢাকা: রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম)শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশের মধ্যে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার।
কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আারএসআরএম’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। এজিএমের ভেন্যু পরবর্তীতে জানানো হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন্ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৩৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৪৫.৬৩ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ১৫.১৭ টাকা।
প্রসঙ্গত, ২০১৪ সালে আরএসআরএম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আগের বছর একই সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছিল ১৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছিল ২.৪৮ টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৫.৮০ শতাংশ। গত বছরও কোম্পানিটি ৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
ঢাকাটাইমস/২৬অক্টোবর/এসবি