আমরা টেকনোলজির ১০% নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ অক্টোবর, ২০১৫ ১১:৩২:৪৮
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৬৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১.৬২ টাকা।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আমরা টেকনোলজি গত বছরও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেএস)