ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ অক্টোবর, ২০১৫ ১৭:৪৮:৫৮

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজারেই এ চিত্র লক্ষ্য করা গেছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন নেমে এসেছে তিন শত কোটি টাকার নিচে, যা ছয়মাসের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে কমেছে অধিকাংশ শেয়ার দর।
মঙ্গলবার নিম্নমুখী প্রবণতায় শুরুর পর আর সূচক পুনরুদ্ধার হয়নি। দিনশেষে ডিএসইতে ২৯৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে, যা গত দিনের চেয়ে ১১৮ কোটি টাকা কম। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল ডিএসইতে সর্বনিম্ন ২৮৯ কোটি টাকা লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে চার হাজার ৫৮৯ পয়েন্ট, শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৪টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অপর পুঁজিবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৭৪ পয়েন্ট কমে ৮ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকা।
লভ্যাংশ ঘোষণার মৌসুমেও লেনদেনের এ নিম্নমুখীতা অবাক করেছে করছেন বাজার সংশ্লিষ্টদের।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসবি/এমআর)