logo ২৪ এপ্রিল ২০২৫
শেয়ারবাজারে দরপতন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ অক্টোবর, ২০১৫ ১৭:৩৮:০৯
image

ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতনের ধারা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি লেনদেনে বড় ধরনের পতন হয়েছে।


বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে দাঁড়িয়েছে ২৬২ কোটি টাকা। যা গত সাত মাসের মধ্যে এ বাজারে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২৪ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৫৫ কোটি টাকা।


বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত আছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।


ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৪,৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, শরিয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১,০৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১,৭৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।


ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৬২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট; যা আগের কার্যদিবসের চেয়ে ৩৫ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি টাকা।


সিএসইতে সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৮,৫১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে ১,০১৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ১২,৪০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট কমে ১৩,৯৯৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।


সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত আছে ৪১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৪ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমআর)