আইটি কনসালটেন্টের আইপিও আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ নভেম্বর, ২০১৫ ১১:২৮:৫৮
ঢাকা: আজ সোমবার থেকে শুরু হয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
৭৫ কোটি টাকা মূলধনের এ কোম্পানি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য হচ্ছে ১০ টাকা। আইপিওতে প্রতিটি লটে শেয়াল সংখ্যা হচ্ছে ৫০০টি।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ থেকে ব্যবসা সম্প্রসারণে ৫৭.৯৫ শতাংশ, ঋণ পরিশোধে ৩৩.৩৪ শতাংশ ও বাকি ৮.৭১ শতাংশ আইপিও ব্যয় খাতে ব্যবহার করবে।
জুন ক্লোজিং কোম্পানিটি ২০১৩-১৪ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় করেছে ১.০৪ টাকা। আর ৩০ জুন ২০১৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১৮.২৮ টাকা।
(ঢাকাটাইমস/২নভেম্বর/জেএস)