logo ২৪ এপ্রিল ২০২৫
মেট্রো স্পিনিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ নভেম্বর, ২০১৫ ১১:৩৩:৪৯
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।


মেট্রো স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ফেব্রুয়ারি ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।


আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০০২ সালে মেট্রো স্পিনিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/৪নভেম্বর/জেএস)