ফের পতনের ধারায় পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ নভেম্বর, ২০১৫ ১৬:৪৮:১৪

ঢাকা: অব্যাহত পতনের পর দুইদিন ছিল কিছুটা চাঙ্গা। কিন্তু আবারও পতনের ধারায় ফিরে গেছে দেশের পুঁজিবাজার। আজ বুধবার কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। কমেছে লেনদেনও।
বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪০.২০ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫১১.৩১ পয়েন্টে। মঙ্গলবার সূচক বেড়েছিল ১৫.৪৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৫ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৭০টির, কমেছে ২০৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।
লেনদেনের শীর্ষে রযেছে ইফাদ অটোস। দিনশেষে কোম্পানিটির ১৯ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা। ৭ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাই সেল।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- সি অ্যান্ড এ টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, আইসিবি।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৭০.৮৭ পয়েন্ট কমে দিনশেষে ৮৩৯৭.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
(ঢাকাটাইমস/৪নভেম্বর/জেবি)