logo ০৬ মে ২০২৫
পতনেই প্রথম দিন পার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৫ ১৭:৫৪:৫৫
image

ঢাকা: পতন দিয়েই সপ্তাহের প্রথমদিন পার করল পুঁজিবাজার। রবিবার উভয় বাজারেই সূচকের অবনমন ঘটেছে। লেনদেনও কমেছে একইভাবে।


প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ৩১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। একক  দিনের হিসেবে পূর্ববর্তী কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২০ কোটি ৭৫ লাখ টাকা বা ৬ দশমিক ১৯ শতাংশ। লেনদেনের এ পতনমুখিতার কারণে দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে এসে ঠেকেছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৭১ পয়েন্টে  ও ডিএস৩০ ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।


রবিবার একই অবস্থা পরিলক্ষিত হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ বাজারে সারাদিনে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


 সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। লেনদেনে মন্দার কারণে দিনশেষে সিএসই সার্বিক সূচক ১৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০১ পয়েন্টে।


প্রসঙ্গত,  গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসও লেনদেনে পতনের মুখে পুঁজিবাজার।


(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসবি/জেবি)