logo ২৪ এপ্রিল ২০২৫
২০% লভ্যাংশ ঘোষণা করেছে এটলাস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৫ ১২:১৮:১৮
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এটলাস বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর টঙ্গিতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।


২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৪০ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০৩.৭৮ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.০৭ টাকা।


১৯৮৮ সালে এটলাস বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/৯নভেম্বর/জেএস)