logo ২৪ এপ্রিল ২০২৫
পতনের ধারায় আটকে আছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৫ ১৭:০৯:৫০
image

ঢাকা: কোনোভাবেই পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ সূচকের দরপতন হয়েছে।


আজ ডিএসইতে মোট ৩১৫ টি কোম্পানির সাত কোটি ৯৬ লাখ ১৫ হাজার ০৯৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২১ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। যা আগের দিনের চেয়ে সাত কোটি ২১ লাখ টাকা বেশি।


ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ২৪ পয়েন্ট কমে ৪৪১৬ দশমিক ৯১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৬৮০ দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট কমে ১০৬৮ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৫ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির শেয়ার।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-তিতাস গ্যাস, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, কেডিএস এক্সসোরিজ, কাশেম ড্রাইসেল, সাইফ পাওয়ার, শাহাজীবাজার পাওয়ার ও বিএসআরএম স্টিল।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-স্ট্যান্ডার্ড সিরামিকস, আরামিট লি., মুন্নু সিরামিকস, ফারইস্ট নিটিং, আইপিডিসি, প্রগতি লাইফ, আরামিট সিমেন্ট, রহিম টেক্স, প্রাইম ইন্সু. ও ইসলামি ইন্সু.।


অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-ফার্মা এইড, তাল্লু স্পিনিং, এক্সিম ১ম মি. ফা., মিথুন নিটিং, মোজাফফর হোসেন স্পিনিং, বঙ্গজ লি., জেমীনি সী ফুড, রহিমা ফুড, তিতাস গ্যাস ও আলহাজ্ব টেক্স।


(ঢাকাটাইমস/৯নভেম্বর/জেবি)