১ লাখের বেশি বিও অ্যাকাউন্ট বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ নভেম্বর, ২০১৫ ১৯:১৬:২৫
ঢাকা: নবায়ন ফি জমা না দেওয়ায় ২০১৪-২০১৫ অর্থবছরে ১ লাখ ৩ হাজার ৮৩৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ কমেনি, বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান, সরকারি ও বেসরকারি খাতে মোট বিনিয়োগের পরিমাণ ২০১১ সালের জুন পর্যন্ত ছিল ২ হাজার ৫১১ দশমিক ৩ বিলিয়ন টাকা, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ২০১৫ সালের জুন শেষে দাঁড়িয়েছে (সাময়িক তথ্য অনুযায়ী) ৪ হাজার ৩৮৪ দশমিক ৪ বিলিয়ন টাকা। ২০১১ সালের জুনে দেশে মোট বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির ২৭ দশমিক ৪ শতাংশ, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে গত জুনে দাঁড়িয়েছে ২৯ শতাংশে।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/এসবি)