সূচক-লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ নভেম্বর, ২০১৫ ১৮:১৬:২৮

ঢাকা: চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে চাঙ্গাভাব ফিরে এসেছে পুঁজিবাজারে। এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পাশাপাশি সূচক বেড়েছে।
সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ১৯৪ কোটি টাকা বেশি। এদিন লেনদন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত আছে ৩৫টির।
একইদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত আছে ২০টির দর। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৯ লাখ টাকার।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এসবি)