সুচকের উত্থানে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ নভেম্বর, ২০১৫ ১৭:০০:০৪

ঢাকা: সুচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দিন রবিবার লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই বাজারেই আজ বেড়েছে লেনদেন। ডিএসইতে ৭৫ ভাগ শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ২৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৫ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এএফসি অ্যাগ্রো বায়োটেক লি:, কেডিএস অ্যাক্সেসরিজ, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিলস লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবউশন কোম্পানি এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
একইসঙ্গে আজ চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)