logo ২৩ এপ্রিল ২০২৫
শেয়ারবাজার পুনর্গঠনে ২৫ কোটি ডলার দিচ্ছে এডিবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ নভেম্বর, ২০১৫ ২০:০৩:৩২
image

ঢাকা: শেয়ারবাজার পুনর্গঠনে ২৫ কোটি মার্কিন ডলার (১ হাজার ৯৭০ কোটি টাকা) সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।


রবিবার রাজধানীর শেরে বাংলানগরে এ ব্যাপারে সরকার ও এডিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ এবং এডিবির কান্ট্রি ডাইরেক্টর কাজু হিকো হিগুচি এ চুক্তিতে স্বাক্ষর করেন।


এস ময় অন্যান্যদের মধ্যে  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বিমা ও উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কুদ্দুস খান প্রমুখ উপস্থিত ছিলেন।


চুক্তি সম্পর্কে যুগ্ম সচিব জানান, ‘তৃতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির (সিএমডিপি-৩)  আওতায় এডিবি ২৫ কোটি মার্কিন ডলার বাজটে সহায়তা দেবে। এর মধ্যে ১০ কোটি ডলার ঋণ ২ শতাংশ সুদের হারে ৫ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। আর ১৫ কোটি ডলার ঋণ ৩ বছর রেয়াতি মেয়াদসহ ১৫ বছরে পরিশোধ করতে হবে।  প্রথমে ৮ কোটি ডলার ও পরে  ১৭ কোটি ডলারের মাধ্যমে দুই কিস্তিতে এ অর্থ যোগান দেয়া হবে।


তিনি বলেন, ‘এডিবির আগে দুবার আমাদের পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করেছিল। ২০১০ সালে পুঁজিবাজারে সে সমস্যা হয়েছিল এডিবির সহায়তায় আমরা সমস্যা থেকে উত্তরণ চেষ্টা করছি। এ ঋণ  পুঁজিবাজারে সঙ্কট দূরীকরণ ও পুনর্গঠনে ব্যয় করা হবে।


পরে এডিবির কান্ট্রি ডাইরেক্টর বলেন,  বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ভালো। তাই পুঁজিবাজার উন্নয়ন খুবই জরুরি। এখাতে অনেক বেসরকারি বিনিয়োগ হয়ে থাকে। এর উন্নয়নে  বেসরকারি বিনিয়োগকারীরা উৎসাহিত  হবে।


(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসবি/এমএম)