সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু সোমবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ নভেম্বর, ২০১৫ ১০:৫১:১৮
ঢাকা: সম্প্রতি আইপিওতে আসা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল সোমবার। ওইদিন কোম্পানিটি ডিএসইতে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হবে “SIMTEX”। আর ডিএসইতে কোম্পানি কোড হবে- ১৭৪৬৯।
এর আগে গত ১০ নভেম্বর মঙ্গলবার আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারি ড্র অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)