এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ নভেম্বর, ২০১৫ ১৫:৪৩:১১
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া পরিচালনা পর্ষদের বৈঠকে এনভয় টেক্সটাইলের হিসাব বছর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানিটির হিসাব বছর ১ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ সেপ্টেম্বর। পরিবর্তিত হিসাব বছর শুরু হবে ১ জুলাই শেষ হবে ৩০ জুনে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এনভয় টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর রাজধানীর পান্থপথে অবস্থিত সামুরাই কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর।
২০১২ সালে এনভয় টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেএস)