১২টায় লেনদেন শুরু, শেষ হবে ৪টায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ নভেম্বর, ২০১৫ ১২:১৭:২৫
ঢাকা: নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বেলা ১২টা থেকে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন চলবে বেলা ৪ টা পর্যন্ত।
কারিগরি ত্রুটির কারণে রবিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু করতে পারেনি ডিএসই। কারিগরিজনিত ত্রুটি সমস্যা সমাধান হওয়ায় বেলা ১২ টা থেকে লেনদেন শুরু হবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে। বেলা ১২ টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে বেলা ৪ টায়। তবে স্পট মার্কেটে লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
স্বাভাবিক সময়ে দেশের উভয় বাজারে সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হয় এবং শেষ হয় বেলা আড়াইটায়।
এদিকে ডিএসইতে লেনদেন বন্ধ থাকলেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়েছে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেএস)