ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৫ ১৭:১৬:০২

ঢাকা: তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার ডিএসইতে মোট ৫৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ২০ আগস্ট ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
তবে লেনদেন বাড়লেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির। আর দর কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
সোমবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস ট্রান্সমিসন এবং স্কয়ার ফার্মা।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি)