প্রথম প্রান্তিকে মিথুন নিটিংয়ের ইপিএস ৯৬ পয়সা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ নভেম্বর, ২০১৫ ১২:১১:৫২
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিংয়ের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের বছর একই প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৮৫ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ইপিএস বেড়েছে ১২.৯৪ শতাংশ।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.৩৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ০.৫১টাকা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২২.৫৩ টাকা। ২০১৫ সালের ৩০ জুনে এর পরিমাণ ছিল ২১.৫৭ টাকা।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেএস)