logo ২৩ এপ্রিল ২০২৫
দর বাড়ার কারণ নেই ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের
ঢাকাটাইমস ডেস্ক
২৯ নভেম্বর, ২০১৫ ১১:৫৮:৩১
image

ঢাকা: ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৬ নভেম্বর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।


বিশ্লেষণে দেখা যায়, গত ১১ কার্যদিবসের প্রতিদিনই ধারাবাহিকভাবে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ১০ টাকা ১ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪ টাকা ৯ পয়সা বা ৪৮ দশমিক ৫১ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।


(ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেবি)