নতুন পরিচয়ে ইউসিবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৫ ১২:১৬:২৭
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। এখন থেকে স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির ট্রেডিং কোড হবে ‘ইউসিবি’। এর আগে ব্যাংকটির ট্রেডিং কোড ছিল ‘ইউসিবিএল’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির ট্রেডিং কোড পরিবর্তনের বিষয়টি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ট্রেডিং কোড পরিবর্তনের বিষয়টি কার্যকর হয়েছে। ট্রেডিং কোড পরিবর্তিত হলেও ব্যাংকটির অন্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।
সম্প্রতি ব্যাংকটির লোগো পরিবর্তন করা হয়েছে। ১৯৮৬ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/জেএস)