logo ২৩ এপ্রিল ২০২৫
ড্রাগন সোয়েটারের আইপিও অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৫ ১১:৫৯:৪৫
image

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।


কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে চার কোটি শেয়ারের বিপরীতে ৪০ কোটি উত্তোলন করবে।


শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।


নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির গত পাঁচ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে গড়ে এক টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৭৯ পয়সা।


কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।


(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/জেএস)