কেয়া কসমেটিকসের বোর্ড সভা কাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৫ ১২:২৪:৩২
ঢাকা: স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী ফের লভ্যাংশ নির্ধারণী সভা আহ্বান করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস। ৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৪ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত বলে ডিএসই সূত্রে জানা গেছে।
অনুষ্ঠিতব্য সভায় ২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেযারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ২৪ নভেম্বর কোম্পানির পক্ষ জানানো হয়েছিল ২৯ নভেম্বর বোর্ড সভা অনুষ্ঠিত হবে। কিন্তু ২৯ নভেম্বর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৯ নভেম্বরের বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
২০০১ সালে কেয়া কসমেটিকস শেযারবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/জেএস)