logo ১০ মে ২০২৫
টানা পতনের ধারায় পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৫ ১৬:৫৭:১৫
image

ঢাকা: টানা দরপতনের ধারায় আটকে গেছে দেশের পুঁজিবাজার। সাত কার্যদিবস ধরে দরপতন অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ২ পয়েন্ট।

ডিএসইতে ডিএসইএক্স সূচকের পাশাপাশি পতন ঘটেছে অন্য দু’টি সূচকেরও। এরমধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ২ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৭ পয়েন্ট।


ডিএসইতে আজ ৩১৫ টি কোম্পানির আট কোটি ৪৩ লাখ ৪৫ হাজার ৯৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২৪ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৭৭ টাকা। যা আগের দিনের চেয়ে ১০কোটি ২৮ লাখ টাকা কম।


ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.৯৪ পয়েন্ট কমে ৪৫১৩.৯৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৬৫ পয়েন্ট কমে ১৭১৭.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৯১ পয়েন্ট কমে ১০৯০.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ার।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, সিঙ্গার বিডি, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্স, বিএসআরএম স্টিল ও ডেল্টা লাইফ ইন্সুঃ।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কাশেম ড্রাইসেল, জিকিউ বলপেন, এফবিএফআইএফ, এপেক্স ট্যানারি, প্রাইম টেক্স, সিঙ্গার বিডি, এলআর গ্লোবাল মি. ফা-১, বিডি ল্যাম্পস, ইস্টল্যান্ড ইন্সুঃ ও রেনউইক যজ্ঞেশ্বর।


অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিজেন্ট টেক্স, আইএসএন লিঃ, সিম টেক্স, মডার্ন ডাইং, এইমস ১ম মি. ফা., ব্যাংক এশিয়া, ৪র্থ আইসিবি, প্রাইম লাইফ, মাইডাস ফ্যাইন্যান্স ও তসরীফা ইন্ডা.।


অপরদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন হওয়া ৮৩টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি।


(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/জেবি)