ঢাকা: গত সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির উইনিটের দর কমেছে ১০.৯৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে গড়ে প্রতিদিন এলআর গ্লোবালের ৭৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এ কোম্পিানির ৩ কোটি ৯৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.২০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭.৭৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৬.৭৬ শতাংশ, গ্রামীণ মিউচ্যুয়াল ওয়ানের ৬.৬৩ শতাংশ, রহিমা ফুডের ৫.৯৮ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, পদ্মা অয়েলের ৪.৯৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৪.৫০ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ দর কমেছে।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেডএ)