logo ২২ এপ্রিল ২০২৫
বেশি দর বেড়েছে বারাকা পাওয়ারের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৫ ১৬:০০:০৪
image


ঢাকা: গত সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশী দর বেড়েছে বারাকা পাওয়ার লিমিটেডের। গত সপ্তাহে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১৬.৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে প্রতিদিন গড়ে বারাকা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিকিউ বলপেনের ১৬.৮২ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ফিনিক্স ফাইন্যান্সের ১৬.২০ শতাংশ, আনলিমা আর্নের ১৬.০৬ শতাংশ, এসিআই ফরমুলেশনের ১৫.৭২ শতাংশ, এএমসিএল প্রাণের ১৫.২২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৪.২৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১৪.১৪ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের ১৩.৯৩ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ১২.৯৮ শতাংশ দর বেড়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেডএ)