ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের লেনদেন আগামীকাল সোমবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার যমুনা অয়েলের শেয়ারের লেনদেন স্পট মার্কেট এবং ব্লক/অডলটে শুরু হয়। শেষ হবে আজ রবিবার। রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার লেনদেন বন্ধ থাকবে।
যমুনা অয়েল ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৪০ পয়সা।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেডএ)