logo ২২ এপ্রিল ২০২৫
ডিএসইতে সূচক নিম্নমুখী, সিএসইতে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ডিসেম্বর, ২০১৫ ১৬:৫০:০৫
image

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মিশ্র প্রবণতায়। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেন।


ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৩ কোটি টাকার শেয়ার।


সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯২পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, কেডিএস এক্সেসরিজ, আল-হাজ্ব টেক্সটাইল এবং বিএসআরএম স্টিলস।


অপরদিকে সিএসইতে আজ ২২ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।


(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/জেবি)